Principal Message



অধ্যক্ষ মহোদয়ের বাণী
শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষের জীবনে ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনবে। শিক্ষার মাধ্যমে সমাজ, দেশ ও বিশ্বের জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেয়া হয়। শিক্ষা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সহায়তা করে। শিক্ষাই অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার। রংপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত 'লালকুঠি গার্লস স্কুল এন্ড কলেজ, ধাপ, রংপুর' এ ভর্তিকৃত ছাত্রীদের জানাই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুর এ অবস্থিত লালকুঠি গার্লস স্কুল এন্ড কলেজটি উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষা বিস্তারে প্রাতিষ্ঠানিক সুযোগ সৃষ্টি পূর্বক জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। শহরের প্রাণকেন্দ্রে হলেও প্রতিষ্ঠানটির কোলাহালমুক্ত ও বৃক্ষরাজি সুশোভিত শান্ত পরিবেশ সবাইকে মুগ্ধ করে। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় সুশিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। গুণগত ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে আধুনিক বিশ্বে নিজেকে Smart Citizen হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তোমারাই দেশ ও জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বর্তমান সরকারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সালের মধ্যে Smart Bangladesh বিনির্মাণে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যেই তথ্য প্রযুক্তির জ্ঞান বিকাশে শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শিক্ষার্থীদের ডাটাবেজ ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়া হ্যান্ডবল, ভলিবল, রোভার স্কাউট, গার্লস গাইডসহ খেলাধুলা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা ইত্যাদি তোমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করবে।
অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গভর্নিংবডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। বাঙালী জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে নবীন শিক্ষার্থীরা মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক এটাই Expectation, মহান সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায়ত হউন (আমিন)

অধ্যক্ষ

মোঃ আশরাফুল আলম
লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়
ধাপ, রংপুর।